মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
ব্রিফিংয়ে পুলিশ সুপার লালন একাডেমি ও ছেঁউড়িয়ার মাজার এলাকায় আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও সাধু-ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “লালন সাঁইয়ের তিরোধান দিবস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সংস্কৃতির প্রতীক। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি চলবে না।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সিনিয়র অফিসারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।লালন একাডেমি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং উৎসব চলাকালীন সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে বিশেষ টহল দল নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539