মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল কুয়াকাটা
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের রুমে গিয়ে জোর করে রুম প্রবেশ করে দু’টি কাপল রুমের পর্যটকদের ভিডিও ধারণ করার অপরাধে মো. হালিম নামের একজনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত হালিম বরগুনার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মূর্ধা ছেলে। তিনি কুয়াকাটার হোটেল কেয়ার নামের একটি টিন সেটের ৪ কক্ষের হোটেল ভাড়ায় নিয়ে চালাতো।
জানা যায়, বুধবার (১৫অক্টবার) রাত চারটার দিকে অভিযুক্ত হালিম একটি আবাসিক হোটেলে প্রবেশ করে। উদ্দেশ্যেপ্রনীত ভাবে দু’টি কাপল রুমকে টার্গেট করে কৌশলে রুমে প্রবেশ করে নারী-পুরুষ পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি দেখায়।
অভিযোগকারী হোটেলের মালিক মো. শাকিল জানায়, আমাদের হোটেলে রাতে দু’টি রুম ভাড়া দিয়ে আমি রেস্টে চলে যাই। গভীররাতে হোটেলের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে ওই রুমে পর্যটকদের ঢেকে কৌশলে রুমে প্রবেশ করে ভিডিও দারুণ করে। সকালে আমি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের কাছে অভিযোগ করি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, একটি হোটেলের রুমে প্রবেশ করে পর্যটকদের জোর করে ছবি তোলার অভিযোগ আসলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত হালিমের মোবাইল চেক করে ওই ভিডিও পাওয়া যায় পরে আমরা তাঁকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পর্যটকদের নিরাপত্তা সার্বক্ষণিক কাজ করছি এবং এই ধরনের অপরাধীদের জন্য এটা একটি বার্তা যাতে এমন দুঃসাহস আর কেউ না দেখায়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539