(মো রাজিব হাসান রাজু দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ)
চরফ্যাশন ও মনপুরা'র কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবদলে'র বিপ্লবী (সাধারণ সম্পাদক) চরফ্যাশন ও মনপুরা বিএনপি'র ধানের শীর্ষের মনোনীত (পদপ্রার্থী) জননেতা জনাব মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর জন্য দোয়া চেয়ে, ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে লিফলেট লাগিয়ে দোয়া চেয়েছেন।
চরফ্যাশন উপজেলা'র আওতাধীন ৩নং চর মাদ্রাজ ইউনিয়ন ছাত্রদলের পরিশ্রমী মেধাবী ও স্মার্ট ছাত্রনেতা, নুরুল ইসলাম নয়ন এর অত্যন্ত স্নেহভাজন, মাদ্রাজ ইউনিয়ন ছাত্রদলের আগামী দিনের ভবিষ্যৎ মোঃ জি পি আব্বাছ,
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।
তিনি এসময় দলটির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানর দৃষ্টি আকর্ষণ করে বলেন।
যোগ্য বেক্তী নয়ন ভাই ভোলা ৪ আসনে আগামী নির্বাচনে চরফ্যাশন বাসী মনোনয়ন পদপ্রাথী হিসেবে তাকেই চায়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539