মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়ায় পুরনো প্রধান ডাকঘরের প্রধান গেইটের সামনের সরকারী জায়গা দোকান নির্মাণের জন্য লীজ জেলা পরিষদ।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে পটিয়া প্রধান ডাকঘরের গেইট এর সামনে পটিয়া নাগরিক সচেতন সমাজ সকলেই মিলে মানববন্ধন করেন।
পটিয়া প্রধান ডাকঘরের শতবর্ষীয় জায়গার উপর হস্তক্ষেপ জেলা পরিষদের এর বিরুদ্ধে পটিয়া এলাকার সচেতন নাগরিক সমাজের তীব্র প্রতিবাদ ও নিন্দা।
উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, ইদ্রিচ পানু, মোহাম্মদ সোহেল, দিদারুল ইসলাম, মোহাম্মদ মারুফ, বাহাদুর খাদেমী, মো. আবদুল মাবুদ, আনোয়ারুল ইসলাম, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা রবি নাথ ও সুবেল নাথ প্রমুখ।
মানববন্ধনে বিএনপির নেতা বদরুল খায়ের চৌধুরী বলেন, আমাদের পটিয়ার ঐতিহ্যবাহী পুরনো প্রধান ডাকঘরের সামনের জায়গা উপর কেউ হস্তক্ষেপ করতে পারবেনা। এইটা আমাদের ডাকঘরের সৌন্দর্যের নিদর্শন। জেলা পরিষদের এরকম হস্তক্ষেপ আমরা মানবো না।
যদি গেইটের সামনে দোকান করা হয়, তাহলে পটিয়া ডাকঘরের সৌন্দর্য থাকবে না
তাই আমরা চাই এই গেইটের সামনে জায়গা যেরকম আছে, এরকম থাকুক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পটিয়া ডাকঘরের জায়গায় জেলা পরিষদের হস্তক্ষেপ পটিয়া বাসী মানবেনা। এলাকাবাসীরা এর ক্ষোভ প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539