বিজয় চৌধুরী, ঢাকা
গতকাল (১৪ অক্টোবর) রাজধানীর রূপনগর থানার শিয়ালবাড়ি এলাকায় অবস্থিত ‘সরকার কেমিক্যাল’ নামক একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা আনুমানিক ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পার্শ্ববর্তী ‘মিম গার্মেন্টস’ নামক তৈরি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে।
অগ্নি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পাশাপাশি স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যরা, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণ আগুন নেভাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকলের সমন্বিত ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, দুঃখজনকভাবে ঘটনাস্থলেই ১৬ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আরও কয়েকজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও নিরাপদ স্থানে স্থানান্তনের জন্য সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় জনগণের পাশে থেকে সহায়তা প্রদান করতে সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539