মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ সালের শিক্ষার্থীদের সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ অক্টোবর সকালে কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়।
কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল এর সভাপতিত্বে ও মোঃ জহুরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ সাদিনুর রহমান,রাজিব,এরশাদ, দেবি পাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,সমাপনী ক্লাস কেবল একটি অধ্যায়ের সমাপ্তি নয়,বরং এটি নতুন জীবনের পথে প্রথম পদক্ষেপ। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং দেশের উন্নয়নে নিজেদের দক্ষতা ও জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে শিক্ষক-সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণ করেন। পরে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে সমাপনী ক্লাসের সমাপ্তি হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539