মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকালে সকাল ১০টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পরীক্ষার সূচনা হয়।
পদোন্নতি পরীক্ষায় এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদ এবং কনস্টেবল/নায়েক থেকে এ এস আই (নিঃ) পদে উন্নীত হওয়ার লক্ষ্যে পরীক্ষার্থীরা প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্যারেড পর্বের সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি পরীক্ষার বিভিন্ন ধাপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন। এছাড়া পরীক্ষা পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দীর্ঘ সময় ধরে চলা দিনব্যাপী এই পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন,দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য। জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব। পুলিশ সদস্যরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। জনগণের প্রতি পূর্ণ আস্থা নিয়ে পুলিশ তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে।
পুলিশ সুপারের এই মন্তব্য এলাকাবাসীকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে এবং কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সতর্কতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539