বাহাদুর চৌধুরী :
বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি (বি.জে.পি) ভোলা জেলা শাখার সভাপতি, প্রবীণ শ্রমিক নেতা এবং প্রথিতযশা সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) এক বক্তব্যে বলেন,
"অসহায় ও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে আমি অনেক কিছু হারিয়েছি। বারবার জেল খেটেছি, বহু মিথ্যা মামলার শিকার হয়েছি। তবুও আদর্শচ্যুত হইনি। এখন জীবন-মৃত্যুর মাঝপথে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার বিশ্বাস ও সংগ্রাম থেমে থাকবে না। হামলা-মামলার ভয় দেখিয়ে কেউ আমাকে দমাতে পারবে না। আমাদের জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ।"
বহুদিন ধরেই তিনি রাজনীতিতে সক্রিয়, এবং তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বি.জে.পি) মরহুম নাজিউর রহমান মঞ্জু সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একইসাথে তিনি ব্রেস্টার আন্দালিব রহমান পার্থ সাহেবের নেতৃত্বে ও গরুর গাড়ি মার্কার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন সাধারণ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে। ভোলার রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা অবিস্মরণীয়।
গত ১৬ বছরে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হয়েছে, উদ্দেশ্য ছিল তাঁকে রাজনীতি থেকে সরিয়ে ফেলা। কিন্তু তিনি বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, আদর্শের জন্য।"
ভোলা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন সৎ, স্পষ্টভাষী এবং আপোষহীন নেতা হিসেবে পরিচিত। তাঁর দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং অবদানের কথা স্মরণ করে অনেকেই বলছেন, “এমন সাহসী নেতার আজকের অবস্থান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
শ্রমিক নেতা স্লোগানের সহিত বীরের ভেসে বলেন “ভয় পাই না, মাথা নত করি না — বি.জে.পি আদর্শই আমার পথ” — #আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট)
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539