মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ি দীঘিনালার ঐতিহ্যবাহী বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত।
নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ির দীঘিনালার ঐতিহ্যবাহী বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।
রোজ বৃহস্পতিবার ৯/১০/২০২৫ ইং বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় এই সময় দূর- দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন বিহারে।
পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ শেষে, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তি দান, চীবর দান, কল্পতরু দানসহ নানাবিধ দান করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সভাপতি ভদন্তঃ প্রজ্ঞাজ্যোতি মহাথেরো সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি অধ্যক্ষ বোয়ালখালী দশবল রাজ বন বৌদ্ধ বিহার এ সময় প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উ পঞ্ঞ্ চকক মহাথেরো প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহার রাউজান চট্টগ্রাম আর উপস্থিত ছিলেন বিশেষ ধর্মদেশক হিসাবে ভদন্ত লোকামিত্র থের মহোদয় সাধারণ সম্পাদক পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি অধ্যক্ষ কামাকুছড়া ধাম্মাংকুর বৌদ্ধ বিহার ও জ্ঞান নন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক লোক মিত্র থেরো, তথ্য ও প্রকাশনা সম্পাদক করুণা বংশ থেরো উপস্থিত ছিলেন।
আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, বয়ন ও সেলাই শেষে চীবর বিশেষ পরিধেয় বস্ত্র দান কাজ সম্পাদন করেন। বৌদ্ধরা এই ধর্মীয় উৎসবকে কঠিন চীবর দান বলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539