বিজয় চৌধুরী, ঢাকা
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমুখী করার লক্ষ্যে আজ বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন, ডিবিই।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনী সংক্রান্ত প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং নৌবাণিজ্য সম্প্রসারণসহ উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ গুরুত্ব পায়।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার এবং নীল অর্থনীতি বিকাশে নৌবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় ব্যারোনেস রোজি উইন্টারটন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা জোরদারকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীর অবদানের প্রশংসা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ক্ষেত্র আরও বিস্তারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539