বিজয় চৌধুরী, ঢাকা
পৃথক দুটি অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৭১ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ৮ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে ৯ অক্টোবর ভোরে ঢাকার কেরাণীগঞ্জের কালিন্দী এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মো. আল আমিন (৩৩) কে আটক করা হয়।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের ব্যবসা করে আসছিল এবং রাজধানীসহ আশপাশের জেলায় গাঁজা সরবরাহ করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ জানিয়েছে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539