মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
পটুয়াখালী র্যাব ক্যাম্পে মনিরুজ্জামান নামে এক র্যাব সদস্যের মৃ"ত্যু হয়েছে। আজ দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ"ত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের পূত্র। তার স্ত্রী ও ৩ সন্তান গ্রামের বাড়িতে থাকেন।
জানা যায়, সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ডিউটি শেষ করে বিশ্রামের জন্য যান মনির পরবর্তীতে যোহরের নামাজের পরেও সে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন। বার বার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ"ত ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল র্যাবের অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ গণমাধ্যমে বলেন, এটা হয়তো স্বাভাবিক মৃ"ত্যু হয়েছে। তারপরেও লা"শের ময়নাতদন্ত করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539