মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাদের বদলির দাবীতে মানববন্ধন করেছে সেবা গ্রহীতা এবং তাদের অভিভাবকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা অভিযোগ করেন, বরগুনা সদরের এই কেন্দ্রের ফিজিওথেরাপি সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। কারণ, কনসালট্যান্ট মোঃ রফিকুল ইসলাম এবং থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানী তাদের নিজস্ব চেম্বার বানিজ্যে ব্যস্ত থাকায় কেন্দ্রে সেবা প্রদান করেন না। বক্তারা জানান, মোঃ রফিকুল ইসলাম নিয়মিতভাবে তাদের সময় দেন না এবং চেম্বারে যাওয়ার জন্য পরামর্শ দেন। তার একাধিক চেম্বার থাকায় দরিদ্র সেবা গ্রহীতারা সঠিক সেবা পেতে ব্যর্থ হচ্ছেন।
বক্তারা আরও জানান, মোঃ রফিকুল ইসলাম স্থানীয় রাজনৈতিক এবং সাংবাদিকদের প্রভাব দেখিয়ে দীর্ঘ ১৩ বছর ধরে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছেন। তার কাছে অর্থের বিনিময়ে উচ্চ বিত্তরা চিকিৎসা পান, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। অপরদিকে, থেরাপি সহকারী মোঃ গোলাম রব্বানী তার ছত্রছায়ায় থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
এই পরিস্থিতিতে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুততম সময়ের মধ্যে এই দুই কর্মকর্তার বদলির দাবি জানান। তারা বলেন, এই দুর্নীতির কারণে সেবা গ্রহীতারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে। বক্তারা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেবে।
এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই মানববন্ধনের তথ্য পৌঁছানোর পর তারা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। বরগুনার এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539