মো. সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
“স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা, কন্যাশিশুর অংশগ্রহণে দৃপ্ত হোক পদচারণা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন,
জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা,
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ,
দিনাজপুর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাগফেরাতুন্নেছা উর্মি,
এবং কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের প্রোগ্রাম (উন্নয়ন) অফিসার সুবাস কুজুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডে-কেয়ার সেন্টারের অফিসার রেজভিন শারমিন ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন— পল্লীশ্রী দিনাজপুরের প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক এবং উত্তরবঙ্গ মানব উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি বাবু সুসান্ত কুমার দাস।
দিবসটি উপলক্ষে মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
এছাড়াও কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের ‘লাইট প্রকল্পের’ আওতায় শিশুশ্রম প্রতিরোধ ও বিদ্যালয়মুখী কার্যক্রমের অংশ হিসেবে কিছু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539