"
হাসান হৃদয়
লালমোহন,
ভোলার, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোল্লা বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোসাঃ আলিফা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফা হলেন মোঃ ইব্রাহিম মিয়ার একমাত্র মেয়ে, মা, মোসাঃ আকলিমা বেগম, ৮ই অক্টোবর বুধবার সকাল ৯টায় শিশুটি ঘুম থেকে উঠলে মুখ দোয়ার জন্য বাড়ির উঠানে রেখে মা আকলিমা বেগম বাসার ভিতরে যান থালা বাসন আনার জন্য ।
কিছুক্ষন পরে মা আকলিমা বেগম বাচ্চা কে উঠানে দেখতে না পেয়ে, খোঁজা শুরু করেন। পরে বাচ্চার বাবা মোঃ ইব্রাহিম মিয়া সহ চারদিকে খুজে না পেয়ে পরে পুকুরে দেখতে গেলে, শিশু আলিফা কে ভাসমান অবস্থায় দেখতে পান।
পুকুর থেকে উঠিয়ে লালমোহন সদর হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশু আলিফা কে মৃত ঘোষণা করেন।কান্নায় ভেঙে পড়েন পরিবারের সবাই। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539