মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার স্থানীয় প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্স প্রোপ্রাইটর মো: খন্দকার সোহেল রবিবার (৭ অক্টোবর ২০২৫) রাত ৮:০০টায় তাঁর অফিসে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মহল জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,
আমার ও আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও দায়িত্বজ্ঞানহীন। আমরা সত্য উদঘাটনের মাধ্যমে আইনি প্রতিকার কামনা করছি।
নৌ পথে নৌকার মাঝিদের মারধর এবং বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে আমার চ্যানেলে যারা টাকা আদায় করতে যায় তাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539