বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর পক্ষ থেকে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সংবাদ সংস্থা বাসাসের এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ তাঁর প্রতি এই শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় বলা হয়— আওরঙ্গজেব কামাল একজন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও মানবিক গুণে পরিপূর্ণ সাংবাদিক নেতা, যাঁর নেতৃত্বে ঢাকা প্রেসক্লাব আজ সাংবাদিক সমাজের মর্যাদার প্রতীক হয়ে উঠেছে। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেন এবং দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের ৬৪ জেলার সাংবাদিকদের প্রতি তাঁর আন্তরিকতা, সহানুভূতি ও দিকনির্দেশনা প্রশংসনীয়। সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে তিনি সবসময় পাশে দাঁড়ান, যা তাঁকে সাংবাদিক সমাজের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
বাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুরজ্জামান খোকন সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা প্রকাশ করেন। তিনি দৈনিক সমৃদ্ধ বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন–এর ঢাকা কেন্দ্রীয় পরিচালক (তথ্য অনুসন্ধান) হিসেবে দায়িত্ব পালন করছেন। মোঃ আনিছুরজ্জামান খোকন
বলেন,বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) দেশের সকল সাংবাদিকদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি, থাকব। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। শুভেচ্ছা বার্তার শেষে সংগঠনের পক্ষ থেকে আওরঙ্গজেব কামালের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করা হয়।
“তিনি আমাদের গর্ব, সাংবাদিক সমাজের প্রেরণার প্রতীক।” — বাসাস
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539