মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
ইসলাম মানুষকে কল্যাণ ও জনসেবার শিক্ষা দেয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"মানুষের মধ্যে উত্তম সে-ই, যে মানুষের উপকারে আসে।" (সুনান দারাকুতনি)
শেখ সাদি এই শিক্ষাকে সামনে রেখে খোকসা-কুমারখালির মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নে নিবেদিত প্রাণ। তার উদ্যোগে কুমারখালিতে একটি ১০ তলা হাসপাতাল নির্মাণ হচ্ছে, যা ভবিষ্যতে এই এলাকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেবে।
শুধু চিকিৎসাই নয়, শেখ সাদির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খোকসা-কুমারখালির বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করা ইসলামের অন্যতম শিক্ষা, যাতে মানুষ আত্মনির্ভরশীল হতে পারে।
তিনি চান, ইসলামের ন্যায়বিচার ও সুশাসনের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হোক। তার কাজ যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়, এজন্য তিনি সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেন।
"হে আমাদের রব! আমাদেরকে ন্যায়ের পথে পরিচালিত করো এবং আমাদের কাজে বরকত দান করো।" (সুরা আল-ফুরকান: ৭৪)খ সাদি: খোকসা-কুমারখালির মানুষের সেবায় নিবেদিত খাদেম।
ইসলাম মানুষকে কল্যাণ ও জনসেবার শিক্ষা দেয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"মানুষের মধ্যে উত্তম সে-ই, যে মানুষের উপকারে আসে।" (সুনান দারাকুতনি)
শেখ সাদি এই শিক্ষাকে সামনে রেখে খোকসা-কুমারখালির মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নে নিবেদিত প্রাণ। তার উদ্যোগে কুমারখালিতে একটি ১০ তলা হাসপাতাল নির্মাণ হচ্ছে, যা ভবিষ্যতে এই এলাকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেবে।
শুধু চিকিৎসাই নয়, শেখ সাদির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খোকসা-কুমারখালির বহু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। কর্মসংস্থান সৃষ্টি করা ইসলামের অন্যতম শিক্ষা, যাতে মানুষ আত্মনির্ভরশীল হতে পারে।
তিনি চান, ইসলামের ন্যায়বিচার ও সুশাসনের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হোক। তার কাজ যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়, এজন্য তিনি সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেন।
"হে আমাদের রব! আমাদেরকে ন্যায়ের পথে পরিচালিত করো এবং আমাদের কাজে বরকত দান করো।" (সুরা আল-ফুরকান: ৭৪)
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539