মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘরডমধুয়া গ্রামে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে সরকারি জায়গায় বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়।
বেশি করে গাছ লাগান,পরিবেশ বাঁচান এ শ্লোগানকে সামনে রেখে বনজ,ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. জয়নাল আবেদীন। তিনি বলেন,প্রতিটি মানুষ যদি পড়ে থাকা জায়গায় অন্তত একটি করে গাছ রোপণ করে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় তিনি এলাকার গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধিতে গ্রামীণ পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং অশিক্ষিত জনগোষ্ঠীর মাঝে শিক্ষা গ্রহণে উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেন।
সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মো. জয়নাল আবেদীন বলেন,বাল্যবিবাহ রোধ হোক,সমাজ হোক কলঙ্কমুক্ত এই লক্ষ্য নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান, পরিবেশ রক্ষায় গাছ রোপণ ও সামাজিক উন্নয়নে জয়নাল আবেদীনের কার্যক্রম এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539