মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক যুবককে পাঁচ দিন আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে,ভুক্তভোগী রাফিকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর তাকে নির্জন স্থানে আটকে রেখে পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। ঘটনাটি জানাজানি হলে রাফির পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে দু’জনকে গ্রেফতার করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন,চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত চলছে,অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি,অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539