মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল কলাপাড়া
৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় পটুয়াখালীতে কর্ম বিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। রবিবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এ কর্মসূচি পালন করেন তারা। গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামীন শিশু রোগীর স্বজনরা। কর্ম বিরতি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশনের কলাপাড়ার শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সদস্য জুলিয়া নাসরিন ও মনিরা সুলতানা।
বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। এছাড়া তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539