বিজয় চৌধুরী, ঢাকা
মিয়ানমার থেকে মাদক পাচারের বিনিময়ে বাংলাদেশি পণ্য পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ডাল জব্দ করা হয়।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার সীমান্তবর্তী জলসীমায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ পাচারচক্র সক্রিয় রয়েছে। চক্রটি মিয়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনত এবং বিনিময়ে বাংলাদেশি কৃষিজ ও ভোগ্যপণ্য পাচার করত। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে একটি নৌযান থেকে সন্দেহজনকভাবে লোড করা মটর ডাল উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব ডাল পাচারের মাধ্যমে মাদক লেনদেনের অর্থ পরিশোধ করা হচ্ছিল। জব্দ করা মটর ডালের পরিমাণ কয়েক টন, যার বাজারমূল্য আনুমানিক কয়েক কোটি টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কোস্ট গার্ড জানায়, পাচারচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত ও উপকূলবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে মাদক ও পণ্য পাচার প্রতিরোধ করা যায়।
কোস্ট গার্ডের মুখপাত্র বলেন, “দেশের অর্থনীতি ও তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও পণ্য পাচার রোধে আমাদের অভিযান চলমান থাকবে। জনগণের সহযোগিতায় এই অপরাধচক্রকে শিকড় থেকে নির্মূল করা সম্ভব।”
তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মটর ডাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539