আশরাফুল ইসলাম :
টঙ্গীর রেলস্টেশন সংলগ্ন নওগাঁ স্কুল মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৬ আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী প্রভাষক বশির উদ্দিন।
বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছর পর নওগাঁ স্কুল মাঠে বিএনপির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দল যাকে মনোনয়ন দেবে, আমি সেই প্রার্থীর পক্ষে থেকেই কাজ করব। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। দল আমাকে মনোনয়ন না দিলেও আমি দল ছেড়ে যাব না; বরং ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে আমরা কাজ করছি। জনগণকে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। সমাজের উন্নয়নে আদর্শ, যোগ্য ও ভদ্র নেতার প্রয়োজন।
সভায় ৪৬ নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম মাহমুদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের সকল নেতা-কর্মীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539