মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেরা হলেন মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, আমার ভাইসহ আরও চারজন মাছ ধরতে গিয়েছিল। সাধারণত দুই দিন পর ফিরে আসে তারা। কিন্তু এবার ৭ দিন পেরিয়ে গেলেও কোনো খবর নেই। হয়তো সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে ভেসে আছে কোথাও।
এ ঘটনায় নতুনপাড়া ও আশপাশের জেলে গ্রামগুলোতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ঘাটে দাঁড়িয়ে তাকিয়ে আছেন দিগন্তের দিকে।
স্থানীয় মহাজন সগীর বুড়া বলেন, ওই নৌকায় আমার দাদনের কিছু টাকা বিনিয়োগ ছিল। এখনো কোনো খোঁজ না মেলায় পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।
স্থানীয় জেলে জাকির হোসেন জানান, নিখোঁজদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে সমুদ্রে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইতিমধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।
কুয়াকাটা নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
ঘটনাটি নিয়ে উপকূলজুড়ে শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা এখনো আশা হারাননি— প্রতিদিন ভোরে ঘাটে দাঁড়িয়ে চেয়ে থাকেন দিগন্তে, হয়তো একদিন ফিরবে তাদের প্রিয়জনরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539