মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি এ্যাডভান্স গোল্ডেন এগস্ এন্ড চিকস্ লিঃ এর পচা গলা দুর্গন্ধযুক্ত শত শত টন মুরগির বর্জ্য ছড়িয়ে পড়েছে আশে পাশে কৃষি জমি ও মৎস্য চাষীদের পুকুরে।
মৎস্য চাষিরা এবং ফসলি জমির কৃষকেরা এখন বর্তমান কোন চাষ করার পরিবেশে নেই,পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ আবুল হাসান পিতা মৃত : রাকিবউদ্দিন গ্রাম- পাটিকাবাড়ী ডাকঘর- পাটিকাবাড়ি,থানা -ই,বি,জেলা কুষ্টিয়া।
প্রতিষ্ঠানের মালিক,মোঃ নাসির উদ্দিন বিশ্বাস,পিতা মৃত কুদরত আলী বিশ্বাস,গ্রাম-পাইকপাড়া থানা আলমডাঙ্গা জেলা- চুয়াডাঙ্গা।
শেখ আবুল হাসান পাটিকাবাড়ি
আমাদেরকে জানিয়েছেন,আমার পুকুরে মাছ চাষ করতে দেব না তারা,বিভিন্ন কায়দায় ছলে বলে কৌশলে আমাকে এখান থেকে উচ্ছেদ করার পায়তারা শুরু করেছেন। আমি চাই এই মুরগি ফার্মের দূরত্ব তদন্ত করে পরিবেশ পরিস্থিতি এবং জনগণ এবং ক্ষতিগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য।
সেই সাথে আমার পুকুরে পানির পরিবেশ এবং মাছ চাষ করার সুবিধা করা এবং তাদের পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখার জন্য উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539