মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় হাজার হাজার ইসলামী ব্যাংকের ব্যাংক কর্মকর্তাদের কোন কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে।
ইসলামী ব্যাংকের এই অমানবিক আচরণের জন্য আজ হাজার হাজার পরিবার পথে বসেছে। সারাদেশে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা আন্দোলন, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ব্যাংকার ফোরামের আগামীর আন্দোলনের জন্য কানাডা প্রবাসী সাংবাদিক বাবলু চৌধুরীর দিকনির্দেশনা প্রদান করেন।
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারদের উপজেলা ভিত্তিক তালিকা প্রকাশ করেন। (যেমন পটিয়ায় কয়জন, বাঁশখালীতে কয়জন, সীতাকুণ্ডে কয়জন, রাউজানে কয়জন, এভাবে)।
বিএনপি, এনসিপি, ইসলামী ফ্রন্ট, গণঅধিকার পরিষদসহ চট্টগ্রামে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে একটা মতবিনিময় সভা করেন।
উপজেলা ভিত্তিক চাকরিচ্যুতদের সংখ্যার তালিকা প্রকাশ করে চট্টগ্রামের জনগণকে আন্দোলনে নামার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে প্রচারণা করেন।
চাকরিচ্যুত বোনদেরসহ মা-বোনদের আন্দোলনে সম্পৃক্ত করেন যার যার অবস্থান থেকে।
উপজেলা ভিত্তিক সমন্বয় কমিটি করেন।
আন্দোলনে শুধু ব্যাংকার ফোরামস না, সকল রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোকে যার যার ব্যানার নিয়ে সংহতি প্রকাশ করে আন্দোলনে উপস্থিত হতে আহ্বান জানান।
ব্যাংকারদের চাকরিচ্যুতিতে কিভাবে চট্টগ্রাম বিদ্বেষ হয়েছে তা তুলে ধরেন।
সাংবাদিক বাবলু চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের পাশে ছিলাম, আছি থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংক কতৃপক্ষ চাকরিচ্যুতরা সবাই চট্টগ্রামের বলেই আজ চাকরিচ্যুত করেছেন। তাদের পরিবারের সদস্যদের মুখের আহার কেড়ে নিয়েছে। যদি ইসলামী ব্যাংক কর্মকর্তাদের চাকরি পুনরায় ফিরিয়ে না দেই, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেব।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539