মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুুরো প্রধান।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় জামায়াতে ইসলামী বটিয়াঘাটা শাখার নিজস্ব অফিসে অনুষ্ঠিত মিডিয়া সেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,মিডিয়া সেলের পরিচালক আল আমিন গোলদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম ও দৈনিক জন্মভূমির বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম,অনুষ্ঠান পরিচালনা সাংবাদিক মোহাব্বাত আলী খান,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মিডিয়া ব্যক্তিত্ব মোঃ খাইরুল ইসলাম নোমানী,বিপ্লব হোসেন,শাহরিয়ার হোসেন, শহিদুল ইসলাম,রিয়াজুল ইসলাম,মোঃ মিজানুর রহমান,রেজাউল ইসলাম, সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব। প্রধান অতিথিত তার বক্তৃতায় বলেন,আমরা সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সচেষ্ট থাকব। নিজেকে একজন দক্ষ সংবাদ কর্মী হিসেবে গড়ে তুলবো এটাই আমাদের লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539