ভোলা | ২ অক্টোবর ২০২৫ | স্থানীয় সংবাদদাতা
ভোলা জেলার নদীভিত্তিক জেলেদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন জেলার বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব জামাল উদ্দিন জামাল। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "সরকারি অনুদান শুধুমাত্র প্রকৃত জেলেদের জন্য — কোনো দলের কর্মী, সমর্থক বা সংগঠনের নেতাকর্মীর জন্য নয়।"
তিনি আরও বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকবে মাছের প্রজনন মৌসুম উপলক্ষে। এ সময় বেকার হয়ে পড়া জেলেদের জন্য সরকার চাল বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু অতীতে দেখা গেছে, সেই চাউল প্রকৃত জেলেদের পরিবর্তে দলীয় লোকজন, নামধারী জেলে এবং প্রভাবশালীদের মাধ্যমে বিতরণ হয়েছে।
কৃষক শ্রমিক অসহায় মানুষের বিশ্বস্ত নেতা আলহাজ্ব জামাল উদ্দিন জামাল আরও বলেন,
আমরা চাই সঠিক জেলেদের তালিকা তৈরি করে তদনুযায়ী চাউল বিতরণ করা হোক। বরাদ্দকৃত চাল থেকে ২৫% কাটছাঁট বরদাস্ত করা হবে না। আর কোনো ছলচাতুরী বরদাশত করা হবে না ভোলা জেলার মাটিতে ।”
তিনি আরও অভিযোগ করেন, অনেক জায়গায় দেখা গেছে, কিছু স্বার্থান্বেষী নামধারী নেতা জেলে কার্ড করে দেওয়ার নাম করে অর্থ আদায় করছে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি অনুরোধ জানান, যেন প্রকৃত জেলেদের তালিকা যাচাই করে সঠিক বণ্টন নিশ্চিত করা হয় এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভোলা জেলার হাজারো প্রকৃত জেলে আজ তাকিয়ে আছে ন্যায্য অধিকারের দিকে। সরকার, প্রশাসন এবং স্থানীয় নেতাদের সমন্বয়ে যদি স্বচ্ছ প্রক্রিয়ায় চাল বিতরণ করা হয়, তবেই সম্ভব হবে জেলেদের প্রকৃত অধিকার নিশ্চিত করা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539