স্টাফ রিপোর্টার,,
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষ্যে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর উদ্যোগে রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত ‘প্রিয়জন নিবাস’ বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৫০ জন প্রবীণ, তাদের সেবা সহায়িকা কর্মী এবং এনবিএর সদস্যরা অংশ নেন। প্রবীণদের সঙ্গে দুপুরের খাবার, তাদের কণ্ঠে গান, আড্ডা, বল নিক্ষেপ খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনবিএর প্রধান নির্বাহী তামজিদ মাহমুদ সিয়াম। তিনি বলেন,
“প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মকে প্রবীণদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। এনবিএ সবসময় এমন সামাজিক উদ্যোগে পাশে থাকবে।”
ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ) একটি তরুণ নেতৃত্বাধীন সামাজিক সংগঠন, যা শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং যুব নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন খাতে কাজ করে আসছে।
আয়োজকরা জানান, প্রবীণদের মানসিক আনন্দ ও সামাজিক সংযোগ বাড়াতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে এনবিএর।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539