
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
লেডি বাইকার আলিফাকে নিয়ে গত ২ দিন আগে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়— “বাইক চালনা থেকে অনৈতিক ব্যবসার অন্ধকার জগতে”। এ বিষয়ে তার ভাই আবির হোসেন সান তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “এই সংবাদটির কোনো ভিত্তি নেই। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে আমার বোনকে ফাঁসানোর জন্য করা হয়েছে। কিছু শত্রুতাপূর্ণ মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।"
আবির হোসেন সান আরও জানান, তার বোন একজন সাহসী নারী হিসেবে বাইক চালনার মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অথচ কিছু ব্যক্তি হিংসা ও বিদ্বেষবশত তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
তিনি এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
২/১০/২৫ ইং
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539