মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল পটুয়াখালী
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ মানুষ। আজ দুপুর ১১ টায় পটুয়াখালীর ঝাউতলায় অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত হয় শত শত মানুষ।
'পটুয়াখালীর ফেলে আসা দিনগুলো' নামে একটু স্বেচ্ছাসেবী সংগঠণের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ জানান পটুয়াখালী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিসহ স্থানীয় নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠণসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় বক্তারা , সদর হাসপাতালের অনুন্নত খাবার কোনো গরু ছাগলেও খাওয়ার উপযুক্ত নয়, এছাড়া ডাক্তারদের টেস্ট বানিজ্য ও হাসপাতালের অপরিষ্কার অপরিছন্নতা ও নার্সদের দুর্বব্যহার সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন।
সমাবেশ শেষে সংগঠণটির পক্ষ থেকে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে এ অনিয়মের কথা জানিয়ে একটি জেলা প্রশাসক বরাবর ১২ টি দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
এ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বক্তারা সাধারণ মানুষের এ ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539