মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ হযরত আমিরুল আউলিয়া শাহছুফী সৈয়দ আমিরুজ্জামান শাহ (র) বড় মিয়া জানে শাহছূফী সৈয়দ সোলায়মান শাহ (ক),র বেছাল বার্ষিক ওরশ মোবারক মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
আগামী বৃহস্পতিবার ১৭ আশ্বিন (২ অক্টোবর) আমির ভান্ডার দরবার শরীফের গাউসিয়া আমির মঞ্জিল এ মাহফিলে গাউসুল আজম দস্তগীর (র) ও ওরছে শাহ সোলায়মান (ক) আশেকানে আমির ভান্ডারীর ভক্তবৃন্দদের উপস্থিতিতে মহাসমারোহে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশ শরীফে উপস্থিত থাকবেন, শাহসূফী মাওলানা সৈয়দ নুরুল হক শাহ (ক)'র বড় ছাহেবজাদা হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আমিরভান্ডারী ।
এতে আরো উপস্থিত থাকবেন, দরবারের শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম আমিরী, আলহাজ্ব শাহজাদা সৈয়দ মোর্শেদুজ্জামান আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী।
উক্ত ওরশ শরীফে দূর দূরান্ত থেকে আগত আশেকে রাসুল আমির ভান্ডারী ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন।
গাউসিয়া আমির মঞ্জিল এর সাজ্জাদানশীন আল্লামা শাহছুফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আমির ভান্ডারী (ম.) বলেন, প্রতি বছরের ন্যায় এবারও হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আমিরুজ্জামান শাহ (ক)'র বড় মিয়া জানে আমির শাহসূফী সৈয়দ সোলায়মান শাহ (র)' র বেছাল বার্ষিক ওরশ শরীফ গাউসিয়া মঞ্জিল এ মহাসমারোহে অনুষ্ঠিত হবে। আউলিয়ায়ে কেরামর বরকতময় এই ওরশ মোবারক এ উপস্থিত হয়ে ফুয়ুজাত হাসিল করি,আউলিয়ায়ে কেরাম এর নেক নজর ও দয়া মেহেরবানি আমাদের উপর বর্ষিত হোক।
আলহাজ্ব শাহজাদা সৈয়দ মোর্শেদুজ্জামান আমিরী বলেন, পটিয়ার ঐতিহ্যবাহী দরবার আমির ভান্ডার দরবার শরীফে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার শাহসূফী সৈয়দ সোলায়মান শাহ' র বেছাল বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ শরীফে মিলাদ মাহফিল ও জিকির পালন করা হবে। ওরশ শরীফে মিলাদ শেষে আখেরি মোনাজাত শেষে তবারুক বিতরণের মধ্যদিয়ে শেষ হবে।
গাউসে আমিরভান্ডারী আশেকান পরিষদের পক্ষ থেকে সকলকে ওরশ শরীফে দাওয়াত রইল।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539