শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় অবস্থানে আলহাজ্ব জামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব জামাল উদ্দিন। তিনি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশকে আধুনিক ও নিরাপদ করার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা রেখে আসছেন।
শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, ছুটির ব্যবস্থা ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বিভিন্ন সভা-সমাবেশে সোচ্চার হয়ে আসছেন। তার নেতৃত্বে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে একাধিক দাবি আদায় করতে সক্ষম হয়েছেন।
আলহাজ্ব জামাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী,
“দেশের উন্নয়ন ও শিল্পোন্নয়নে শ্রমিকরাই হলো মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।”
শ্রমিকদের স্বার্থ রক্ষায় তিনি শুধু আন্দোলনেই সীমাবদ্ধ নন, বরং বিভিন্ন সামাজিক উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে তিনি একজন আস্থাভাজন নেতৃত্ব হিসেবে পরিচিত।
জনসাধারণ বলেন , শ্রমিক নেতা হিসেবে আলহাজ্ব জামাল উদ্দিনের অগ্রণী ভূমিকা আগামী দিনে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও শিল্পখাতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539