মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল কলাপাড়া পটুয়াখালী
চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন (৪০) কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের খালেদ তালুকদারের দোকানের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাকামইয়ার নেওয়াপাড়া মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539