মোঃ তুহিন দেওয়ান
ভোলার তোফায়েল আহমেদ। এক কিংবদন্তির উপাখ্যান। স্কয়ার হসপিটাল সূত্রে মৃত্যুর সংবাদ নিশ্চিত হলেও লাইফ সাপোর্টের যন্ত্রপাতি খোলার সিদ্ধান্তহীনতায় রয়েছেন তার পরিবার। পরিবারের সিদ্ধান্ত আসলেই খোলার কথা লাইফ সাপোর্টের যন্ত্রপাতি। তাকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে ও এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য দিতে পারেননি তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সকলের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত জানানো হবে। তাকে ভোলায় না বনানী কবরস্থানে দাফন করা হবে তা নিয়ে ধুম্রজাল চললেও পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত ভোলাতেই তার মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন। তবে আজ সকালেই সকল সিদ্ধান্ত জানানো হবে বলেও এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি কিংবা নেওয়া হয়নি।
তবে লাইফ সাপোর্টের যন্ত্রপাতি কখন খোলা হবে এ ঋ নিয়েই সিদ্ধান্ত হীনতায় রয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ তার পরিবার। অবশেষে গতকাল রাতে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলে পরিবারের লোকজন। তবে সে সিদ্ধান্ত থেকে ফের সরে এসেছেন পরিবার। কেন লাইফ সাপোর্ট সরানোর সিদ্ধান্ত থেকে কেন সরে এসেছেন সে ব্যাপারেও কোনো ব্যাখ্যা দেননি তার পরিবার। তবে তবে ভোলার মানুষ মনে করছেন কোথায় দাফন হবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারেননি তার পরিবার এবং পারিবারিক নানা বিষয়ে জটিলতা থাকায় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তোফায়েল আহমেদের সাথে থাকা এই মুহূর্তে পরিবারের লোকজন।
এদিকে গতকাল ২৯ আগস্ট রাত দশটা থেকে সামাজিক মাধ্যম জুড়ে এই কিংবদন্তির মৃত্যুর খবর নিয়ে একেক জন একেক রকম খবর দিচ্ছিলেন। এ থেকে ভোলা জুড়ে বিভ্রান্তির সৃষ্টি হলেও অবশেষে লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেই সকল কল্পনা জল্পনার অবসান ঘটবে। তার মৃত্যুর ভোলার আওয়ামী সমর্থিত লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া ব্যক্তিরা আত্মগোপনে থাকায় এবং তার ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুল জেলে থাকায় সিদ্ধান্ত দিতে দেরি হচ্ছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে তার মৃত্যুর খবর ভোলায় আসলেও কোন প্রকার প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি তার সাথে দীর্ঘদিন ধরে কাজ করা সুবিধাবাদী আওয়ামী নেতাদের। পরিবার সূত্রে বলা হয়েছে যারা এতদিন ধরে এই বর্ষিয়ান নেতা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছেন গত পাঁচই আগস্টের পর থেকে সেই সুযোগ-সুবিধা নেয়া নেতারা এই কিংবদন্তির কোন প্রকার খোঁজ খবর রাখেনি
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539