মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরের রাজবাটি (শিবতলী) সার্বজনীন দূর্গা পূজা কমিটির আয়োজনে এবং আল-ফালাহ আ'ম উন্নয়ন সংস্থা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দুঃস্থদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ মইনুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন আল-ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মমতাজুল ইসলাম।
অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল অধিকার, সহ-সভাপতি বিধান দত্ত, জয়ন্ত মন্ডল, দীনেশ রায়, বিনোদ সরকার, সঞ্জয় ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উপদেষ্টা দেবাঞ্জন ভট্টাচার্য, পার্থ দাস, অমিত দাস, জালাল উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539