মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ি দীঘিনালায় নয়মাইল পূজামণ্ডপ পরিদর্শন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক.( পিএসসি)
পরিদর্শনকালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি পূজা কমিটির হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। এবং জোন কমান্ডার বলেন ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান
এমন উদ্যোগে পূজা উদযাপন কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এই সহযোগিতাকে ধন্যবাদ জানান। এবং সবাই এক সাথে এই আনন্দ ভাগাভাগি করে পূজা শেষ করবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539