মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার দুই ট্রাক শ্রমিক ইউনিয়ন সদস্যের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক মোঃ খিদির (৪৫) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দুপুর ১২টার দিকে তিনি ও শ্রমিক হোসেন শিকদার (৪৪) ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন করতে গেলে বিবাদী ওমর ফারুক (৩৫),জসিম ও মাদক ব্যবসায়ী নাহিদসহ ৮-১০ জন বহিরাগত ব্যক্তি দেশীয় অস্ত্র,লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে খিদির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং হোসেন শিকদারের হাত-পা ক্ষতবিক্ষত হয়।
হামলাকারীরা এ সময় খিদিরের কাছ থেকে ১৮ হাজার ৭৫০ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। অপরদিকে হোসেন শিকদারের কাছ থেকে ১৫ হাজার ৩০০ টাকা ও এক ভরি ওজনের রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে তাদের ডাকচিৎকারে স্থানীয় ফারুক (৫৫), শিমুল (৫০), টিটু (৫০),আলম (৫৫) ও বিল্লু (৩৪) ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে,প্রধান বিবাদী ওমর ফারুক কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক সদস্য। তারা যুবলীগ-ছাত্রলীগের নাম ব্যবহার করে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এছাড়া ইউনিয়ন অফিসের ভেতরে তাদের হেফাজতে ধারালো অস্ত্র মজুত রয়েছে বলেও দাবি করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539