ভোলা তজুমদ্দিন ২ নং সোনাপুর ইউনিয়নের বাসিন্দা মোঃ সেলিম মাঝি হামলার শিকার হয়ে।
বুধবার রাত ২ ঘটি কার সময় তজুমদ্দিন হসপিটালে ভর্তি হন।
ঘটনা সুএ জানা যায় চোর চক্র মোঃ সেলিম মাঝি ঘর খালি পেয়ে
শনিবার রাত ২ ঘটিকায় সময় সেলিম মাঝি ঘরের পিছনের ধরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে ডান পাসের রুমের সুকেসের তালা ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ৫ আনা এক জোড়া কানের দুল ১ ভরি ওজনের ২ টি স্বর্ণের চেইন, ও তিন ভরি ওজনের রুপার চেইন, নিয়ে যায় ।
মোঃ সেলিম মাঝি ও তার পরিবার ২ নং সোনাপুর ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান রিজন মাতব্বর কে তার ঘর চুরির ব্যাপারে জানান।
এবং তজুমউদ্দিন থানার এস আই শামিম কাছে সাধারণ ডায়েরি করেন।
সেলিম মাঝির ঘর চুরি বিষয়ে অএ ইউনিয়নের
৮ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে সেলিম মাঝির ঘর চুরি হওয়া ঘটনা সত্য বলে প্রকাশ করেন গ্রামবাসী।
মোঃ সেলিম মাঝি আরো অভিযোগ করেন বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সেলিম মাঝি সন্ত্রাসীর দ্বারা আহত শিকার হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539