ইসলামী ব্যাংকে পরীক্ষা বর্জন করা কর্মকতাদের কাজে যোগদানে বাধা লেনদেন বন্ধ করে চলছে আন্দোলন, চলছে উত্তেজনা।
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে চট্টগ্রামের পটিয়া ব্যাংক লেনদেন বন্ধ করে দিয়েছে জনতা।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকে গেলে তাদেরকে কাজে বাধা দেন কর্তৃপক্ষ। এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নেন। এক পর্যায়ে জনতা উত্তেজিত হয়ে উঠলে ব্যাংকের লেনদেন বন্ধ করে গেইটে তালা লাগিয়ে দেন।
পরে পটিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে।
বর্তমানে ব্যাংকের ভিতরে বেশ কিছু পুলিশ অবস্থান করছে এবং গেইটে তালা লাগানো রয়েছে। পটিয়াসহ চট্টগ্রামে ব্যাংকের চাকুরিচ্যুতদের পুনঃবহাল করা না হলে ব্যাংক লেনদেন বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
চাকরিচ্যুতরা জানান, আমাদের দাবি একটাই চাকরিচ্যুত সকলকেই চাকরিতে পুনর্বহাল করতে হবে। চট্টগ্রামের সকলকেই চাকরি করার সুযোগ দিতে হবে। না হলে আমরা পটিয়া সহ পুরো চট্টগ্রাম অবরোধ কর্মসূচি পালন করবো।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। জনগণের ভোগান্তি লাঘব করতে আন্দোলনকারীদের ব্যাংক খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
৩৮/৯/২৫ ইং
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539