মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
কারিগরি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উদ্ভাবনী শক্তি তুলে ধরতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী “স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির ৬টি টেকনোলজি থেকে মোট ৯টি উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে পাওয়ার টেকনোলজির ইলেকট্রনিক টাইপ ইগনিশন সিস্টেম, দ্বিতীয় স্থান দখল করে মেকানিক্যাল টেকনোলজির ২জি পজিশন ওয়েল্ডিং এবং তৃতীয় স্থান অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির আরডুইনো রাডার সিস্টেম শীর্ষক প্রকল্প।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ (ASSET) প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধনীতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এস.এম. হাবিবুল হাসান এবং এসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক-৩ মো. মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াদুদ মন্ডল।
এ সময় স্থানীয় প্রশাসনের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিল্প কারখানার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539