মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে মিরপুর উপজেলা পরিষদ এর রাজস্ব উদ্বৃত্ত তহবিল হতে নির্মিত টহল ও পাহারা ঘরের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
(২৭-সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের বিষন্নতা মাঠে এ ঘরের উদ্বোধন করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম। এছাড়াও একই রোডে নির্মিত তিনটি সোলার লাইটের উদ্বোধন করা হয়। এ সময় ইউএনও নাজমুল ইসলাম বলেন,বিগত কয়েক মাস আগে এই রোডে বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। যারই পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ও পুলিশ প্রশাসন রাতে এই রোডে সজাগ অবস্থানে থেকে পাহারা পরিচালনা করে আসছে। কিন্তু ঝড়-বৃষ্টিতে দুর্গম এই রোডে পাহারা দিতে অনেক কষ্ট পোহাতে হচ্ছিল। এ লক্ষ্যে স্থানীয় সংবাদ কর্মী ও গ্রামবাসীদের সকলের প্রচেষ্টায় মিরপুর উপজেলা পরিষদ হতে এ ঘর নির্মাণ সম্ভব হয়েছে।এ প্রসঙ্গে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন,দীর্ঘ দুই কিলোমিটার মাঠ বিগত কয়েক মাস আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ উক্ত ঘটনার রহস্য উদঘাটন করে আসামি গ্রেপ্তারও করেছে। পরবর্তীতে উক্ত অপ্রীতিকর ঘটনা যেন পরবর্তীতে না ঘটে গ্রামবাসীদের সহযোগিতায় এই রোডে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। কিন্তু দীর্ঘ এই মাঠে রাত্রে পাহারা দিতে অনেক কষ্ট করা লাগতো। বর্তমানে পরিষদের নির্মিত এই ঘর ও সোলার লাইট স্থাপনে অপরাধ কমে আসবে এবং পাহারা দিতেও সুবিধা হবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিরপুর ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উজ্জ্বল হোসেন,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব লিংকন,ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেবুল ইসলাম সহ গ্রামবাসী।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539