স্টাফ রিপোর্টার
মোহাম্মদ :আনোয়ার হোসেন
ঢাকা ২৭ সেপ্টেম্বর
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫:
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ৩৭ও এসিসি ৩৪ তম ব্যাচমেন্টদের উদ্যোগে প্রয়াত সহযোদ্ধা সেলিম,জামাল, রাসেল,মমিন, নজরুল, শাহিন রেজা এবং জিল্লুর সহ সকলের আত্নার মাগফেরাত কামনায় সদকায়ে জারিয়া ও দোয়ার কার্যক্রম যশোরের বাঘারপাড়ার উপজেলার আগ দোহাকুল এতিম খানা মাদ্রাসা ও জামে মসজিদে এতিমদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন সহ সদকায়ে জারিয়ার বিভিন্ন উপকরণ স্হানীয় লোকজন এর উপস্হিতিতে বিতরণের মাধ্যমে সম্পূর্ণ করা হয় ।
উক্ত কাজে ৩৭/৩৪ তম এসি ও এসিসি ব্যাচের পক্ষ হতে ঢাকা থেকে পাঁচজন প্রতিনিধি এবং স্হানীয় সহযোদ্ধাগন অংশগ্রহণ করেন এবং উক্ত মহতি কাজ ভবিষ্যতে চলমান থাকবে বলে প্রতিনিধিগন আশা ব্যক্ত করেন। পরিষেশে সকলের বিদেহি আত্নার মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে দোয়া করে দিনের কর্মসূচী সমাপ্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539