
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতি ও জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনী ভিত্তি এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি মেইন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালখালী নতুন বাজারের বাসস্টেশন হয়ে দীঘিনালা সরকারি কলেজ গেইট সংলগ্ন হলুদচত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ২৯৮ নং আসনের সংসদ সদস্য প্রার্থী ও খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক কাওসার আজিজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন।
সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়: নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকলের জন্য সমান সুযোগ, জুলুম ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লা জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হকসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539