হাসান হৃদয়
লালমোহন
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাইমারা এলাকার বাসিন্দা জহিরকে (২৫) মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। (২৫ সেপ্টেম্বর) এই দণ্ডাদেশ প্রদান করা হয়।আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আজিজ এই দণ্ড প্রদান করেন।
জানা গেছে, জহির একই এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। কাঞ্চন মিয়া তার ছেলেকে মাতলামি করতে দেখে পুলিশ জানায় যে জহির নিয়মিত মাদক সেবন করে। এরপর তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539