বিজয় চৌধুরী(ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি)
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর এলাকায় সফল অভিযান পরিচালনা করেছে। গতকাল রাত আনুমানিক ৮:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
অভিযানে রুহিতপুর এলাকার জনৈক মোঃ দুখু মিয়ার দোচালা টিনের ঘরে তল্লাশি চালিয়ে আনুমানিক ১,৬০,৫০০/- (এক লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা) মূল্যমানের ১০টি নীল রঙের জারিকেনে সংরক্ষিত মোট ৫৩৫ (পাঁচশত পঁইত্রিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ দুখু মিয়া (৫১), পিতা- মৃত রজব আলী, সাং- পূর্ব মুগারচর, রুহিতপুর, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা, নামীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, প্রক্রিয়াজাত এবং বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক সমাজের অন্যতম ভয়াবহ বিপর্যয় যা তরুণ প্রজন্মকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539