মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরের বিরলে ৫ দফা গণদাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।
বিরল উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদের নেতৃত্বে বিক্ষোভে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) একেএম আফজালুল আনাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ তৈয়ব আলী, উপজেলা সেক্রেটারি মোঃ আজমির হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, অর্থ সম্পাদক মোঃ তাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের ৫ দফা দাবি:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539