মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
বরিশালের শহরের একটি আবাসিক হোটেলে প্রেমিকাকে রেখে রাতভর ধর্ষণ করেন রিফাত রেদোয়ান নামের এক যুবক। বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকা থেকে ২১ বছর বয়সি তরুণীকে ২০ সেপ্টেম্বর বরিশালে নিয়ে আসেন উজিরপুরের সানুহার গ্রামের এই যুবক। এবং ওইদিনই তরুণীকে নিয়ে তিনি শহরের ১২ নং ওয়ার্ডে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখে ‘আবাসিক হোটেল হাওলাদারে’ একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠেন। যুবক রেদোয়ান সারা রাত তরুণীর সাথে কাটিয়ে সকালে সেখান থেকে উধাও হয়ে যান। প্রতারক প্রেমিকের এই আচরণে ক্ষুব্ধ হয়ে কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা ওই তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ ডাকতে বাধ্য হন। এবং অভিযোগ প্রাপ্তির কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট বরিশাল স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ যুবককে উজিরপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539