মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়াম যেন এক খণ্ড জাতিসংঘ। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। হোয়াইট পিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ডব্লিউপিএ মডেল ইউনাইটেড নেশনস—যেখানে আলোচনায় উঠে আসে জলবায়ু পরিবর্তন,স্বাস্থ্যঝুঁকি,শিক্ষা,নিরাপত্তা ও পরিবেশ রক্ষার মতো সমসাময়িক বিষয়।
এ আয়োজনকে ঘিরে কুষ্টিয়ার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন তিন শতাধিক শিশু-কিশোর। ৪২টি টিমে বিভক্ত হয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে নানা সমস্যার সমাধান খুঁজতে আলোচনায় অংশ নেন। তাদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পৌরসভা প্রাঙ্গণ।
অনুষ্ঠানের চেয়ারপারসন ব্যারিস্টার সুইটি আহমেদ বলেন, “শিশু-কিশোররা যেভাবে আন্তর্জাতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করছিল, তা সত্যিই অভিভূত করার মতো। তারা সেই বিষয়গুলো চিন্তা করছে, যা অনেক আগেই নীতি-নির্ধারণী পর্যায়ে আনা উচিত ছিল। তিনি আরও যোগ করেন,আগামী দিনের নেতৃত্ব দেবে এরা। এমন আয়োজন নেতৃত্বগুণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অংশগ্রহণকারী শিশুরা জানায়, এখানে এসে তাদের অনেক অজানা বিষয়ে ধারণা হয়েছে, নতুন বন্ধু তৈরি হয়েছে এবং এই অভিজ্ঞতা তাদের অনুপ্রাণিত করছে। তারা নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা করে।
দিনব্যাপী আলোচনার পর বিচারকদের রায়ে সেরা দলগুলোকে পুরস্কৃত করা হয়।
কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামের এ আয়োজন শিশু-কিশোরদের শুধু আনন্দই দেয়নি,দিয়েছে নেতৃত্ব ও চিন্তার জগতে নতুন অনুপ্রেরণা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539