স্টাফ রিপোর্টার
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বুধবার দুপুর ১ থেকে ২টার মধ্যে মিছিল হয়েছে গুলিস্তানে আওয়ামী লীগ, আগারগাঁওয়ে মহানগর উত্তর ছাত্রলীগ, ফার্মগেট ও কাওরানবাজারে দেশের বিভিন্ন স্থানের আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে মিছিল হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীর মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাদ পুলিশ বক্সের দিকে যায়। এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন বলেও জানিয়েছেন,
খামারবাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্মগেটের দিকে। এ মিছিল থেকে আটক হন খামারবাড়ি থেকে আটক হয়েছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর মোর্শেদ খান অমিসহ কমপক্ষে ৫০ জন।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে খামারবাড়ি থেকে ফার্মগেটের দিকে যায়।
দুপুর দুইটার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশের রাস্তা ধরে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে।
আটককৃতদের মধ্যে আছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“রাজধানীর ফার্মগেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনসহ তেজগাঁও এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে।”
এর আগে আগারগাঁও, শ্যামলী, গুলিস্তান ও তেজগাঁও নাবিস্কো এলাকায় মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539